December 3, 2015

IDM কে অ্যাক্টিভ করুন আপনার নিজের নামে !!!

IDM বা  Internet download manager সম্পর্কে আমরা কে না জানি? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। এটি দিয়ে খুব দ্রুত ফাইল ডাউনলোড করা যায় এবং Unfinished Download গুলো থেকে ফাইল ডাউনলোড করা যায়। কিন্তু দুঃখের বিষয় হল এটি ফ্রি নয়।
idm images pic


আমি  সম্পর্কে অনেক ব্লগ বা বিভিন্ন রকম সাইটে দেখেছি এর রেজিস্ট্রেশন করার পদ্ধতি যার বেশীরভাগই কাজ করেনা। যাও দুয়েকটা কাজ করে সেটা দিয়ে আপনি Unfinished Download থেকে ডাউনলোড করতে পারবেননা।  চিন্তার কোন কারণ নেই  আমি অনেক সাইট ঘেটে আপনাদের জন্য একটা উপায় বের করেছি এখন আপনি আপনাার নাম দিয়ই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং পিসি বন্ধ করার পরেও আপনি কোন ফাইল যদি ডাউনলোড পুরোপুরি না হয় তবে সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন। এটি এর একটি বড় সুবিধা। বুঝতে যাতে সমস্যা না হয়
এর জন্য স্ক্রিনশট গুলো দেখে সেভাবেই অ্যাক্টিভ করে ফেলুন আপনার IDM কে। প্রথমে IDM টি এখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোড হয়ে গেলে সিম্পল সফটওয়্যার এর মত ইনস্টল করে ফেলুন। ফেক রেজিস্ট্রশন এর একটি মেসেজ আসতে পারে কোন সমস্যা নেই।  Install  হয়ে গেলে ওপেন করনেনা। প্রথম ধাপের কাজ শেষ। এবার এর ক্র‌্যাক ফাইল ডাউনলোড করতে এইখানে যান। ক্র‌্যাক ফাইল ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন। Patch লেখা ফাইলটির উপর Double Click  করুন।

idm full version

এরপর নিচের মত আবার এ ক্লিক করুন।

idm patch image

এখন লেখাটির উপর এখন দেখুন First Name এবং Last Name লেখার বক্স আসবে। আপনি যে নামে রেজিস্ট্রেশন করতে চান সে নাম লিখুন। আশা করি বুঝতে কোন সমস্যা হয়নি। তারপরেও যদি বুঝতে কোন সমস্যা হয় তবে কমেন্টে জানান। সমাধান দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আমার IDM এর অবস্থা দেখুন

idm full version with own name




No comments:

Post a Comment