December 6, 2015

এক্ষুণি ডাউনলোড করে নিন Camtasia Studio 8.5 ফুল ভার্সন।

camtasia image download

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পোস্টটি ভিডিও টিউটোরিয়াল সমন্ধে। যারা ভিডিও টিউটোরিয়াল বানানোর কাজের সাথে জড়িত অথবা আমার মতে শখের বসে ভিডিও টিউটোরিয়াল বানান তাদের সবারই আশা করি এই সফটওয়্যারটা কাজে লাগবে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো “Camtasia studio 8.5” নামের একটি সফটওয়্যারের সাথে। অনেক প্রফেশনাল

আপনার অফিস প্রোগামকে অ্যাক্টিভ করে নিন এখনই।

office activator


মাইক্রোসফট অফিস অতি দরকারী একটা সফটওয়্যার। কিন্তু এটি একটি পেইড সফটওয়্যার প্যাকেজ। আমাদের প্রায় সবার কম্পিউটারেই এই অফিস প্রোগামটি থাকে। এটি দিয়ে ডক ফাইল, প্রেজেন্টেশন, স্প্রেডসিট এ্যানালাসিস সহ আরো অনেক বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে। এটি ইন্সটল করার ৩০ দিন পরেই এর ট্রায়াল ভার্সন এর মেয়াদ শেষ হয়ে যায়। তখন সমস্যায় পরতে হয়। কিন্তু চাইলে সহজেই অফিস পোগ্রামটি রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য আপনাকে একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে সফটওয়্যারটির নাম Microsoft Office Toolkit.  এটি দিয়ে অফিস ২০০৩, অফিস ২০০৭, অফিস ২০১০ অফিস ২০১৩ ও অফিস ২০৬ প্রোগ্রাম অ্যাক্টিভ করতে পারবেন।এটি ইন্সটল করার সময় আপনার ব্যবহ্রত এ্যান্টিভাইরাস সফটওয়্যার ঝামেলা করতে পারে। এর জন্য Microsoft Office Toolkit ইন্সটল করাার আগে আপনার এ্যান্টিভাইরাসটি প্রোটেকশন ডিজাবল করে দিন। তারপর ইন্সটল করে । এ্যক্টিভ বাটনে প্রেস করলেই একটু পর রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার অফিস প্রোগ্রামটি। যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন। ভালো থাকবেন সবাই

Download

December 5, 2015

অতিরিক্ত ব্রাইটনেস থেকে আপনার চোখকে রক্ষা করুন।



screen flter for android

আমরা প্রত্যেকেই এখন স্মার্টফোন ব্যবহার করি। স্মার্টফোনের চমৎকার সব ফিচার এবং নিত্যনতুন সব ফিচার আমাদের জীবনধারাকে অনেক সহজ করেছে। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম । বিষয়টি হল ফোনের ব্রাইটনেস নিয়ে। আমরা অনেকেই মোবাইলে অতিরিক্ত ব্রাইটনেস দিয়ে রাখি। অতিরিক্ত ব্রাইটনেস আপনার চোখের ক্ষতি করতে পারে। এবং আরেকটা অসুবিধা হল অ্যান্ড্রোয়েড ফোনের চার্জ নিয়ে। অতিরিক্ত ব্রাইটনেস আপনার মো্বাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যেতে সাহায্য করে। আজকে আপনাদের সাথে একটা চমৎকার অ্যাপস নিয়ে এলাম এর নাম Screen Filter. সফটওয়্যার টি আপনার চোখের ক্ষতির হাত থেকে রক্ষা করবে এবং আপনার ব্যাটারীর আয়ুও বৃদ্ধি করবে। সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই।

ডাউনলোড করুন

দয়া করে অপেক্ষা করুন।

অ্যান্ড্রোয়েড টিপস আসছে..

এখনই ডাউনলোড করে নিন সেরা পেইড ভিডিও এডিটর।



আমাদের অনেকেরই মাঝে মাঝে ভিডিও এডিটিং করার প্রয়োজন হয়। কারো প্রফেশনাল কাজের জন্য কারো আবার ব্যক্তিগত কাজের জন্য। যাই হোক একটি ভালো মানের ভিডিও এডিটিং সফটওয়্যার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যতগুলো ভিডিও এডিটর ব্যবহার করেছি তার মধ্যে আমার এইটা ভালো লেগেছে।



avs video editor 7.1 full crack


এর ফিচারগুলোও এক কথায় অসাধারণ। সফটওয়্যারটির নাম হয়ত আপনারা শুনে থাকবেন এর নাম হল AVS VIDEO EDITOR 7.1 । এটির অন্যান্য চমৎকার ফিচার হল এটি দিয়ে আপনি সহজেইে আপনার ডেস্কটপের স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন, এবং স্ক্রিন ক্যাপচারের সুবিধা

December 3, 2015

ডাউনলোড করুন TUNE UP UTILITIES 2016 ফুল ভার্সন।


TUNE UP UTILITIES বিষয়ে মোটামোটি সবাই কম বেশি জানেন । এটি একটি utility software যার সাহায্য আপনি অনেক কিছু করতে পারবেন যেমন হার্ডডিস্ক ফ্রাগমেন্টেশন, রেজিস্ট্রি প্রবলেম ফিক্স, ব্রোকেন শর্টকাট ফিক্স, ডুপ্লিকেট ফাইল খোজা, ডিলেট হওয়া ফাইল ফিরিয়ে আনা, অপ্রয়োজনীয় সফটওয়্যার খোজা ও রিমুভ করা, সহজে ডিলেট হয়না এমন ফাইল ডিলেট করা সহ আরো অনেক কিছু করতে পারবেন । যা আপনার পিসি কে সবসময় ফাস্ট রাখবে ।
tuneup utilities 2016 image

সফটওয়্যারটির দাম 39.99 $ ডলার।  কিন্তু আপনি ফ্রীতেই  অ্যাক্টিভ করে নিতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন। ট্রায়াল ভার্সন এর মেয়াদ থাকবে মাত্র ১৫ দিন। ইন্সটল হয়ে গেলে সিরিয়াল-কী দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলুন।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সিরিয়াল-কী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এর পরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোন কিছু জানার থাকে প্লিজ কমেন্ট করুন 

ভালো থাকবেন খোদা হাফেজ।

    কম্পিউটার ব্যবহার করার সময় কিছু সতর্কতা !!!

    আসসালামু আলাইকুম।কেমন আছেন? আশা করি ভালো আছেন । কারন projuktipata.blogspot.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে। কম্পিউটারের উপর নির্ভরশীল হওয়াতে কম্পিউটার সবসময় ভাল থাকা চাই।
    happy computer pic

     আর কম্পিউটার ভাল রাখতে চাইলে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে । নিচে কম্পিউটার ভাল রাখার কিছু টিপস দিলাম। আশা করি যারা বিষয়গুলো জানেন না তাদের কাজে লাগবে ।
     

    ১। অপ্রয়জনীয় ও ফ্রী  সফটওয়্যার ইনস্টল করা ও ব্যবহার করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় সফটওয়্যার এর ক্ষতি সম্পর্কে জানতে এই ব্লগে প্রকাশিত এই পোস্টটি দেখতে পারেন।
     

     ২। রিলায়েবল একটি আপডেটেড অ্যান্টিভাইরাস

    IDM কে অ্যাক্টিভ করুন আপনার নিজের নামে !!!

    IDM বা  Internet download manager সম্পর্কে আমরা কে না জানি? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার। এটি দিয়ে খুব দ্রুত ফাইল ডাউনলোড করা যায় এবং Unfinished Download গুলো থেকে ফাইল ডাউনলোড করা যায়। কিন্তু দুঃখের বিষয় হল এটি ফ্রি নয়।
    idm images pic


    আমি  সম্পর্কে অনেক ব্লগ বা বিভিন্ন রকম সাইটে দেখেছি এর রেজিস্ট্রেশন করার পদ্ধতি যার বেশীরভাগই কাজ করেনা। যাও দুয়েকটা কাজ করে সেটা দিয়ে আপনি Unfinished Download থেকে ডাউনলোড করতে পারবেননা।  চিন্তার কোন কারণ নেই  আমি অনেক সাইট ঘেটে আপনাদের জন্য একটা উপায় বের করেছি এখন আপনি আপনাার নাম দিয়ই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এবং পিসি বন্ধ করার পরেও আপনি কোন ফাইল যদি ডাউনলোড পুরোপুরি না হয় তবে সেখান থেকেই ডাউনলোড করতে পারবেন। এটি এর একটি বড় সুবিধা। বুঝতে যাতে সমস্যা না হয়

    December 2, 2015

    মজিলা ফায়ারফক্স-এ বাংলা সমস্যা?? সমাধান নিয়ে নিন।

    আমাদের অনেকেরই একটা পরিচিত সমস্যা এটি । বাংলা লেখা গুলো এলোমেলো ভাবে দেখা যায়। এটা আসলেই খুব ই বিরক্তিকর । তাই আজকে বসলাম এই ছোট সমস্যাটির সমাধান দিতে । যাই হক আর কথা না বারিয়ে কাজে আসি ।নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন।
    firefox font problem solve

    এইখান থেকে পরিমার্জিত বাংলা ফন্ট টি ডাউনলোড করে নিন।
     এইবার এটি ইন্সটল করে নিন । এবার সমস্যা সমাধান হবে আশা করি। এখন আপনার Mozila Firefox ব্রাউজার টি Refresh দিন আর দেখুন আপনার প্রবলেম এর সমাধান হয়ে গেছে । এর পরে ও জদি সমস্যা থাকে তাহলে আপনার ব্রাউজার এর অপশন এ গিয়ে Content Tab এ গিয়ে ফন্ট এর Advance Option এ যান । এখানে Fonts for এ Bengali Select করুন । আর ফন্ট এ সিলেক্ট করুন এখান থেকে ডাউনলোড দেওয়া ফন্ট টি । ব্যাস কাজ শেষ ।