December 6, 2015

এক্ষুণি ডাউনলোড করে নিন Camtasia Studio 8.5 ফুল ভার্সন।

camtasia image download

কেমন আছেন সবাই। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পোস্টটি ভিডিও টিউটোরিয়াল সমন্ধে। যারা ভিডিও টিউটোরিয়াল বানানোর কাজের সাথে জড়িত অথবা আমার মতে শখের বসে ভিডিও টিউটোরিয়াল বানান তাদের সবারই আশা করি এই সফটওয়্যারটা কাজে লাগবে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিবো “Camtasia studio 8.5” নামের একটি সফটওয়্যারের সাথে। অনেক প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল বানাতে এই সফট টা ব্যবহার করে থাকেন। সফটওয়্যারটির মূল্য ২৯৪ ইউএস ডলার বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ২২ হাজার টাকার মত। এটি দিয়ে প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল বানানো যায়।


camtasia image download 8.5

আমি নিজেও এর আগে অনেক সফট ব্যবহার করেছি কিন্তু এর মত সুবিধা কোনটাতেই দেখিনাই। এই সফটওয়্যারটা অনেক কাজের একটি সফটওয়্যার। এটা দিয়ে ডেস্কটপের স্ক্রিন রেকর্ড করা ভিডিও এডিট করা এবং একাধিক ফরম্যাটে ভিডিও সেভ করা থেকে শুরু করে আরো অনেক সুবিধা পাবেন। এর ব্যবহার অনেক সহজ আর এটা আপনার পিসিকে হ্যাং অথবা স্লো করবেনা। আর এর ভেতরে রয়েছে এডিটর যা দ্বারা আপনি খুব সহজেই আপনার রেকর্ড করা ভিডিও প্রয়োজন অনুযাই এডিট করতে পাড়বেন । বর্তমান সময়ে ভিডিও টিউটোরিয়াল অধিক জনপ্রিয় কিন্তু আপনার ভিডিও টিউটোরিয়াল যদি সুন্দর এবং বোধ্যগম্য না হই কেঊ দেখে বুঝতে পারবে না। তাহলে আপনার ভিডিও টিউটোরিয়াল বানানো অর্থহীন। তাই আপনাকে সুন্দর ও বোধ্যগম্য মানের টিউটোরিয়াল বানাতে হবে। এখন স্ক্রীন রেকডের বিভিন্ন সফটওয়্যার পাওয়া যাই। এর গুলোর মদ্যে Camtasia Studio 8 সব থেকে ভালো বলা যায়। নিচে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি সফটওয়্যারটি সাধারন সফটওয়্যারের মত ইন্সটল করে ব্যবহার করতে থাকুন।

No comments:

Post a Comment