November 14, 2015

আপনার ‍সিমটি রেজিস্ট্রেশন করে ফেলুন এখনই ।


All sim registration process




আমরা অনেকেই বিভিন্ন অপারেটরের সিম ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেই সিমটি কেনার পরেই ব্যবহার করতে থাকি রেজিস্ট্রেশন করিনা। এর কারণে অনেক সময় আমাদের সমস্যা হতে পারে। সিম রেজিস্ট্রেশন করার জন্য বি,টি,সি নতুন আইন প্রণয়ন করেছে। তাই আমাদের প্রত্যেকের সিম রেজিস্ট্রেশন করতেই হবে।‘অবৈধ ও অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য বিপজ্জনক’ স্লোগান নিয়েমোবাইল ফোন সংযোগদাতারা সিম নিবন্ধনের জন্য প্রচারণা শুরু করেছেসিম নিবন্ধন বা রেজিস্ট্রেশন নিয়ে কমবেশি সবার মধ্যেই কৌতূহল ও কিছুপ্রশ্ন রয়েছে। নতুন যাঁরা সংযোগ নেবেন, তাঁদের তো নিবন্ধন করতেই হবেকিন্তু এখন যাঁরা মোবাইল ফোন ব্যবহার করছেন তাঁদের প্রত্যেককেই কি সিম নিবন্ধন করতে হবে? কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে, শেষ সময়সীমাই বা কবে? কোথায় এই নিবন্ধনের কাজ হবে? এসব প্রশ্নের উত্তর পাওয়া গেল ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের কাছ থেকেতিনি প্রথম আলোকে জানান, সিম নিবন্ধন কার্যক্রম ইতিমধ্যে শুরুহয়েছেদুইমাস ধরে সব মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের তথ্যযাচাইয়ের জন্য জাতীয় পরিচয়পত্রের ডেটাবেইসে পাঠাচ্ছে। সেখান থেকে জানা যাচ্ছে তথ্য ঠিক আছে কি–না।তারানা হালিম বলেছেন, মোবাইল ফোন সংযোগের ক্ষেত্রে যাঁদের নিবন্ধন ঠিক আছে, তাঁদের নতুন করে কিছুই করতে হবে না। আপনি সিম কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে অনলাইনে যেয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। অথবা এস,এম,এম পাঠিয়েও করতে পারবেন। শুধুমাত্র সিটিসেল বাদে সব অপারেটর এর রেজিস্ট্রশন প্রক্রিয়া একই। প্রথমে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার তারপর, আপনার জন্মতারিখ, আপনার নাম লিখে পাঠিয়ে দিন ১৬০০ নাম্বার এ বুঝতে সমস্যা হলে নিচের পিকচার দেখুন।


sim registration process




সিটিসেল গ্রাহকদের জন্য প্রসেস টা একটু আলাদা নিচের পিকচার টা দেখুন। যেভাবে দেওয়া আছে ঠিক সেই ফরম্যাটই অনুসরণ করবেন।

citycell sim registration process



তো আর দেরী কেন। এখনই আপনার সিমটি রেজিস্ট্রেশন করে ফেলুন। এর পরেও যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় প্লিজ কমেন্ট করতে পারেন যে কোথায় বুঝেননাই। আমি আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ্য থাকবেন। আল্লাহ হাফেজ।

3 comments: