November 16, 2015

প্যারিসের প্রতি সমর্থন জানাতে ফেসবুকে ফিল্টার।




paris filter facebook images


প্যারিসে শুক্রবারের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ফেসবুক ব্যবহারকারীপরিবার এবং বন্ধু-বান্ধবদের নিরাপত্তার খবর দ্রুত ছড়িয়ে দিতে সেফটি চেক চালু করে। আর এবার বিশ্বব্যাপী যে কেউ নিজের ছবি ফ্রান্সের পতাকায় ফিল্টার করে এই ন্যাক্কারজনক হামালার প্রতিবাদ করে ফ্রান্সকে সমর্থন করতে পারবেন। প্যারিসে শুক্রবারের নজিরবিহীন সন্ত্রাসী হামলায় ফেসবুক ব্যবহারকারীপরিবার এবং বন্ধু-বান্ধবদের নিরাপত্তার খবর দ্রুত ছড়িয়ে দিতে সেফটি চেক চালু করে। আর এবার বিশ্বব্যাপী যে কেউ নিজের ছবি ফ্রান্সের পতাকায় ফিল্টার করে এই ন্যাক্কারজনক হামালার প্রতিবাদ করে ফ্রান্সকে সমর্থন করতে পারবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে সমকামী বিবাহ আইন পাস হওয়ার পর এর সমর্থনে ফেসবুকের নির্মিত রঙধনু ফিল্টারটির মতই একই ধরণের প্রক্রিয়া এটি। আপনি চাইলে কতদিন ছবিটি
প্রোফাইল পিকচার রাখতে চান- এক ঘন্টা, এক দিন অথবা এক সপ্তাহ বা তার বেশিতা ঠিক করতে পারবেন। অপশনটি মোবাইল এবং ওয়েবসাইট দুই মাধ্যমেই পাওয়া যাবে। টুইটারে সমর্থনকারীরা হ্যাশটাগ রিটুইট বা পোস্টের মাধ্যমে সন্ত্রাসী হামলায় আশ্রয় প্রার্থীদের পাশে ভার্চুয়ালী দাঁড়াতে পারবেন। শুধুমাত্র হ্যাশট্যাগ আন্দোলনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সমালোচিত হয়। কিন্তু যেখানে একটি ন্যাক্কারজনক ঘটনায় পুরো বিশ্ব ব্যথিত সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই এসব সহমর্মিতা প্রকাশের একমাত্র প্লাটফর্ম। কিছু মানুষ প্রার্থণায় বিশ্বাস করেকিছু মানুষ সমর্থন দেখাতে পছন্দ করে। এটা স্মরণকালের একটি ন্যাক্কারজনক হামলা। সব সমর্থনই শান্তিপ্রিয় হওয়া বাঞ্ছনীয়। ফ্রান্সে নিকৃষ্ট সন্ত্রাসী হামলায় হতাহত মানুষদের জন্য সহমির্মতা প্রকাশ করতে চানতাদের সমর্থন করতে চানতাহলে আর কি প্রার্থণা করতে পারেন আবার নিজের প্রোফাইল পিকাচারকে ফিল্টারিকরণের মাধ্যমে নিজের সমর্থন প্রকাশ করতে পারেন।

No comments:

Post a Comment