December 6, 2015

আপনার অফিস প্রোগামকে অ্যাক্টিভ করে নিন এখনই।

office activator


মাইক্রোসফট অফিস অতি দরকারী একটা সফটওয়্যার। কিন্তু এটি একটি পেইড সফটওয়্যার প্যাকেজ। আমাদের প্রায় সবার কম্পিউটারেই এই অফিস প্রোগামটি থাকে। এটি দিয়ে ডক ফাইল, প্রেজেন্টেশন, স্প্রেডসিট এ্যানালাসিস সহ আরো অনেক বিভিন্ন রকম কাজ করা হয়ে থাকে। এটি ইন্সটল করার ৩০ দিন পরেই এর ট্রায়াল ভার্সন এর মেয়াদ শেষ হয়ে যায়। তখন সমস্যায় পরতে হয়। কিন্তু চাইলে সহজেই অফিস পোগ্রামটি রেজিস্ট্রেশন করা যায়। এর জন্য আপনাকে একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে সফটওয়্যারটির নাম Microsoft Office Toolkit.  এটি দিয়ে অফিস ২০০৩, অফিস ২০০৭, অফিস ২০১০ অফিস ২০১৩ ও অফিস ২০৬ প্রোগ্রাম অ্যাক্টিভ করতে পারবেন।এটি ইন্সটল করার সময় আপনার ব্যবহ্রত এ্যান্টিভাইরাস সফটওয়্যার ঝামেলা করতে পারে। এর জন্য Microsoft Office Toolkit ইন্সটল করাার আগে আপনার এ্যান্টিভাইরাসটি প্রোটেকশন ডিজাবল করে দিন। তারপর ইন্সটল করে । এ্যক্টিভ বাটনে প্রেস করলেই একটু পর রেজিস্ট্রেশন হয়ে যাবে আপনার অফিস প্রোগ্রামটি। যদি কোথাও বুঝতে কোন সমস্যা হয় তাহলে কমেন্টে জিজ্ঞাসা করুন। ভালো থাকবেন সবাই

Download

1 comment:

  1. বস উপরে অফিস পোগ্রাম ২০১৬ এর পরিবর্তে ২০৬ লিখেছেন এডিট করে দিন

    ReplyDelete