December 2, 2015

মজিলা ফায়ারফক্স-এ বাংলা সমস্যা?? সমাধান নিয়ে নিন।

আমাদের অনেকেরই একটা পরিচিত সমস্যা এটি । বাংলা লেখা গুলো এলোমেলো ভাবে দেখা যায়। এটা আসলেই খুব ই বিরক্তিকর । তাই আজকে বসলাম এই ছোট সমস্যাটির সমাধান দিতে । যাই হক আর কথা না বারিয়ে কাজে আসি ।নিচের ছবিটি দেখলেই বুঝতে পারবেন।
firefox font problem solve

এইখান থেকে পরিমার্জিত বাংলা ফন্ট টি ডাউনলোড করে নিন।
 এইবার এটি ইন্সটল করে নিন । এবার সমস্যা সমাধান হবে আশা করি। এখন আপনার Mozila Firefox ব্রাউজার টি Refresh দিন আর দেখুন আপনার প্রবলেম এর সমাধান হয়ে গেছে । এর পরে ও জদি সমস্যা থাকে তাহলে আপনার ব্রাউজার এর অপশন এ গিয়ে Content Tab এ গিয়ে ফন্ট এর Advance Option এ যান । এখানে Fonts for এ Bengali Select করুন । আর ফন্ট এ সিলেক্ট করুন এখান থেকে ডাউনলোড দেওয়া ফন্ট টি । ব্যাস কাজ শেষ ।

No comments:

Post a Comment