November 14, 2015

ল্যাপটপ মেলার আজই শেষ দিন।

BICC laptop fair 2025

গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই ল্যাপটপ মেলা শেষ হচ্ছে আজ শনিবার। মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়জমে উঠেছে মেলা। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিদের দিনে মেলায় দর্শক সমাগম ছিল উল্লেখযোগ্য। নানা রঙে সাজানো স্টলগুলো বাড়িয়ে দিয়েছে সৌন্দর্যের মাত্রা। মেলা প্রাঙ্গণজুড়ে বইছে শীতল হাওয়াকোথাও বাজছে সুর। দর্শনার্থী ও ক্রেতারা আগ্রহভরে দেখছেন প্রযুক্তিপণ্য। জেনে নিচ্ছেন অজানা তথ্য। কেউ কেউ যোগ দিচ্ছেন মেলা প্রাঙ্গণের সেমিনারে। মেলায় তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের সমাগমই বেশি। তবে সাধারণ মানুষও আসছেন। স্টলের কর্মীদের প্রত্যাশাআজ ছুটির দিন হওয়ার দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতি আরও বাড়বে। আজ মেলায় থাকছে দুটি সেমিনার। শুরু হবে বেলা তিনটা ও বিকেল চারটায়। মেলা খুলবে সকাল দশটায়বন্ধ হবে রাত আটটায়। মেলায় আছে ৭টি প্যাভিলিয়ন১৩টি মিনি প্যাভিলিয়ন ও ৪৯টি প্রযুক্তিপণ্য সেবাদাতা প্রতিষ্ঠান। এই মেলার আয়োজক এক্সপোমেকার। এক্সপোমেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, ‘মেলা অনেক বড় পরিসরে হচ্ছে। দর্শনার্থী ও ক্রেতাদের আনাগোনাও গতবারের তুলনায় বেশি। মানুষ এখন অনেক বেশি প্রযুক্তি-সচেতন। তাঁরা সব স্টল দেখেশুনে ভালো পণ্যটাই কিনছেন। আপনিও চলে আসতে পারেন এই মেলায়। ভালো থাকবেন ধন্যবাদ।

No comments:

Post a Comment