November 14, 2015

ব্যাটারী চার্জ হবে ৫ মিনিটে !




smartphone battery fast charge



স্মার্টফোনের ব্যাটারিতে চার্জ না থাকাটা অনেক ব্যবহারকারীদের জন্য এক বিশাল বিরক্তির ব্যাপার। কিন্তু স্মার্টফোন প্রস্তুতকারী চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে মনে হচ্ছে তারও সমাধান পেয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা ফোন চার্জে দিয়ে রাখার ঝামেলা থেকে অচিরেই হয়তো মুক্তি মিলবে এবার।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ের তৈরি এক বিশেষ ব্যাটারি রীতিমতো ১০ গুণ দ্রুত গতিতে স্মার্টফোনের ব্যাটারি চার্জ করতে পারবে। জাপানে অনুষ্ঠিত ৫৬তম ব্যাটারি সম্মেলনে চাইনিজ টেক জায়ান্ট তাদের এই অভিনব ব্যাটারি প্রদর্শন করে। হুয়াওয়ে বলছে, একটি ৬০০ এমএএইচের ব্যাটারি ২ মিনিটে ৬৮% চার্জ সম্পন্ন হবে। অন্যদিকে ৩০০০ এমএএইচ এর মতো দীর্ঘায়ু ব্যাটারির ৪৮% চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে! ভাবা যায়? এটি প্রস্তুত করতে বেশ জটিল প্রযুক্তি ব্যবহার করতে হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানকে। তবে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে খুব দ্রুততার সাথে চার্জ হলেও চার্জের ঘনত্ব হ্রাস পাবার কোনো সম্ভাবনা নেই। অন্যদিকে ‘ব্যাটারি দ্রুত নষ্ট হতে পারে’ এ ধারণাটিও একেবারে অমূলক বলে জানিয়েছে তারা।হুয়াওয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আমাদের এই পদক্ষেপ ব্যাটারির কুইক চার্জিং প্রযুক্তিতে একটি নতুন বিপ্লবের সূচনা করতে পারে। বিশেষত মোবাইল ফোন, ইলেকট্রিক যানবাহন, পরিধানযোগ্য ডিভাইস এবং মোবাইল পাওয়ার ব্যাংকের মতো ইলেকট্রিক ডিভাইসগুলোর ক্ষেত্রে। আরো বলা হয়েছে, শীঘ্রই আমরা এক কাপ কফি খেতে যে সময় লাগে, ওই টুকু সময়ের মধ্যে ব্যাটারি ফুল চার্জ দিয়ে শেষ করতে পারব। তবে আসলেই এই দিক থেকে হুয়াওয়ে কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে তারা সফল হলে চার্জ সংক্রান্ত দুশ্চিন্তা কমবে অনেকটাই।

1 comment: