November 14, 2015

বাজারে আসছে ২০ মেগাপিক্সেল এর লুমিয়া ফোন।



nokia lumia 950 and 950 XL


মাইক্রোসফট চলতি মাসে নতুন দুইটি ফোন বাজারে আনতে যাচ্ছে। এই ফোনগুলো লুমিয়া সিরিজের। ফোন দুইটির মডেল লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্স এল। এতে থাকছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৫ জিবি ফ্রি ক্লাউড স্টোরেজ। মাইক্রোসফট জানিয়েছে, লুমিয়া ৯৫০ আসবে এটিএন্ডটির ক্যারিয়ারের ব্যানারে। অন্যদিকে লুমিয়া ৯৫০ এক্স এল আনলক ডিভাইস হিসেবে মাইক্রোসফটের নিজস্ব প্রদর্শনী কেন্দ্রেই পাওয়া যাবে। উইন্ডোজের অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ উইন্ডোজ ১০ থাকবে ফোনগুলোর অপারেটিং সিস্টেম হিসেবে। তবে প্রসেসরের দিক থেকে লুমিয়া ৯৫০ এ ব্যবহার করা হয়েছে হেক্সা কোর প্রসেসর আর লুমিয়া ৯৫০ এক্স এল- এ ব্যবহার করা হয়েছে অক্টা কোর প্রসেসর। উভয় ফোনেই রয়েছে




৩ জিবি র‌্যাম। ফোন দুইটিতে ইন্টারনাল মেমোরি রয়েছে ৩২ জিবি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি ২০০জিবি পর্যন্ত বাড়ানো করা যাবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন মাদারবোর্ড ব্যবহার করা হয়েছে ফোনগুলোতে। ৫.২ এবং ৫.৭ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনগুলোতে। ফোনের ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৩ এবং ৪ প্রটেকশন রয়েছে। প্রত্যেকটি ফোনের সঙ্গে ক্লাউডে ১৫ জিবি পর্যন্ত স্টোরেজ বিনামূল্যে পাওয়া যাবে। উভয় ফোনের রিয়ারে আছে ২০ মেগা পিক্সেলের কার্ল জেইস লেন্সের ক্যামেরা। সেলফি তোলার জন্য ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। একক সিমের এই ফোনগুলোতে ৩০০০ এবং ৩৩০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে। সেটগুলোতে ওয়্যারলেস চার্জারের এবং দ্রুত চার্জ করার সুবিধা আছে। এখন পর্যন্ত সেটগুলোর দাম ঘোষণা করেনি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে শিগগিরইই সেটগুলোর দাম জানা যাবে বলে জানিয়েছে ওয়েবসাইটে।

No comments:

Post a Comment